ইরান থেকে আরও গ্যাস নেবে ইরাক

ইরান থেকে আরও গ্যাস নেবে প্রতিবেশী ইরাক। ইরাকি বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ আল-এবাদি নিজ দেশের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে তেহরানের সঙ্গে তার দেশের আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার সংবাদমাধ্যম মিডল ইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন আহমাদ আল-এবাদি। তিনি বলেন, তার দেশ ইরান থেকে গ্যাস আমদানি বাড়িয়ে সাড়ে চার কোটি ঘনমিটারে উন্নীত করবে।

ইরাক সম্প্রতি ইরানি গ্যাসের বকেয়া পরিশোধের পর এই পরিকল্পনা নিয়েছে।

আহমাদ আল-এবাদি জানান, ইরাকের বর্তমান গ্যাসের চাহিদা পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি ঘনমিটার। বাড়তি গ্যাস নেওয়ার বিষয়ে তেহরানের সঙ্গে যে আলোচনা চলছে সেটি বাস্তবায়িত হলে বাগদাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অনেক বেড়ে যাবে।

উল্লেখ্য, ইরাক সম্প্রতি গ্যাসের বকেয়া বিল বাবদ ইরানকে ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে। সূত্র: পার্স টুডে।