সিরীয় বিমানবন্দরে ইসরায়েলি হামলায় নিহত ৩

সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পো বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন। যুদ্ধ পর্যালোচনাকারী একটি সংস্থা বুধবার এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরে এই হামলা চালানো হয়। এতে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যালোচনাকারী সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু ছিল বিমানবন্দর প্রাঙ্গণে থাকা একটি গুদাম। যা ইরান সমর্থিত মিলিশিয়ারা ব্যবহার করছে।

সংস্থাটি জানায়, হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। মোট ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

নিহতদের পরিচয় ও জাতীয়তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সিরিয়ায় ইরানের সেনা ও ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলার বিষয় ইসরায়েল সাধারণত স্বীকারোক্তি দেয় না।

এর আগে ৩১ আগস্ট আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছিল।