‘ঐতিহাসিক’ সমুদ্রসীমা চুক্তিতে সম্মত ইসরায়েল ও লেবানন

গ্যাস সমৃদ্ধ ভূমধ্যসাগরের সমুদ্রসীমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে ‘ঐতিহাসিক’ চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। চুক্তি নিয়ে দুই দেশের মধ্যস্থতাকারীরা একথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বুধবার লেবাননের উপ-স্পিকার এলিয়াস বৌ সাব বলেছেন, জাতিসংঘের মধ্যস্থতায় চূড়ান্ত খসড়া প্রেসিডেন্ট মাইকেল আউনের কাছে পাঠানো হয়েছে। এটি এমন একটি চুক্তি যাতে উভয়পক্ষ সন্তুষ্ট।

তিনি বলেন, লেবানন পূর্ণ অধিকার অধিকার অর্জন করেছে। আমাদের সব প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় লেবাননের সব চাওয়া স্থান পেয়েছে। আমরা মনে করি অপর পক্ষের জন্যও বিষয়টি একই ধরনের হবে।

লেবাননের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, সমুদ্রসীমা চিহ্নিত করার চুক্তি শিগগিরই ঘোষণা করা হতে পারে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্ট ইয়াল হুলাতার কণ্ঠেও লেবাননের কর্মকর্তার কথা প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেন, আমাদের সব দাবি পূরণ হয়েছে। যেসব সংশোধনের প্রস্তাব আমাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তা করা হয়েছে। আমরা ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ন রেখেছি এবং ঐতিহাসিক চুক্তির পথে রয়েছি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের কার্যালয়ও চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাকে ‘একটি ঐতিহাসিক অর্জন’ বলে উল্লেখ করেছে। তারা বলেছে, এতে করে ইসরায়েলে নিরাপত্তা শক্তিশালী হবে।

চুক্তি স্বাক্ষরের তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি।