ইসরায়েলি তেলের ট্যাংকারে ড্রোন হামলা

ইসরায়েলের মালিকানাধীন একটি তেলের ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। মঙ্গলবার রাতে ওমান উপসাগরে এই হামলায় হয়। হামলা সম্পর্কে অবহিত ব্যক্তিরা জানিয়েছেন, সন্দেহভাজন ইরানি ড্রোনের হামলায় ট্যাংকারে একটি গর্ত সৃষ্টি হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

৬০০ ফুট দীর্ঘ প্যাসিফিক জিরকন নামের তেলের ট্যাংকারটি ওমান উপসাগর দিয়ে চলার সময় একটি ড্রোন থেকে হামলা চালানো হয়। নৌযানটির পেছনে এতে গর্ত হলেও তা অচল হয়ে যায়নি।

এই তেলের ট্যাংকারের মালিক ইডান ওফার। তিনি একজন ইসরায়েলি ধনকুবের। ইস্টার্ন প্যাসিফিক শিপিংয়ের প্রতিষ্ঠাতা তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক হুমকি বৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে এই হামলার খবর সামনে এলো। এর আগে উত্তর ইরাকে কুর্দি গোষ্ঠীদের ওপর সিরিজ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে তারা প্রকাশ্যে সৌদি আরবকে হামলার হুমকি দিয়েছে। তাদের অভিযোগ, ইরানে চলমান বিক্ষোভে সহায়তা দিচ্ছে রিয়াদ।

গত বছর যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরান ওমান উপসাগরে ইসরালে সংশ্লিষ্ট তেলের ট্যাংকারে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে। এতে দুই ক্রু নিহত হয়।

পশ্চিমা কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, ইরান এই হামলায় শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করেছে। একই ড্রোন ইউক্রেনে ব্যবহার করছে রাশিয়া।

এই মাসের শুরুতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিনিময় করা গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরান সৌদি আরবের অর্থনৈতিক নিশানায় আঘাতের পরিকল্পনা করছে।