নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে শনিবার (১৪ জানুয়ারি) আবারও তেল আবিবের রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। বিচার বিভাগকে নতুন করে সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ৮০ হাজারের বেশি মানুষ।

নেতানিয়াহুর ডানপন্থি জোট সরকারের প্রস্তাবিত পরিকল্পনাকে গণতান্ত্রিক শাসনের ওপর আঘাত বলছেন আন্দোলনকারীরা। জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে এবং উত্তরাঞ্চলীয় শহর হাইফাতেও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ইসরায়েলের বিচার ব্যবস্থায় সংশোধন উন্মোচন করেছেন ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারভি লেভিন। কিন্তু এমন পরিকল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে আন্দোলনকারীরা বলছেন, সুপ্রিম কোর্টকে দুর্বল করার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেতানিয়াহুর সরকারের।

এদিন বিক্ষোভকারীরা তেল আবিবের ব্যস্ত সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।

সমালোচকরা বলছেন, নেতানিয়াহুর জোট সরকারের এমন সংস্কার বিচারিক স্বাধীনতাকে আরও পঙ্গু করে তুলবে। সেই সঙ্গে দুর্নীতিকে উৎসাহিত করবে। সূত্র: আল  জাজিরা