তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প

প্রথম কম্পনের ১২ ঘণ্টার মধ্যে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল খারমানমারাসের শহরের কাছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্প দামেস্কতেও অনুভূত হয়েছে। যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৫ মাত্রার।

ইউরোপীয় ভূমধ্যসাগর ভূতাত্ত্বিক কেন্দ্র বলেছে, প্রাথমিক তথ্যে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৭। খারমানমারাস শহরের ৬৭ কিলোমিটার উত্তর-পূর্বে এই ভূমিকম্পের গভীরতা ছিল ২ কিলোমিটার।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, আগের ভূমিকম্পের চেয়ে এটির তীব্রতা সামান্য কম ছিল।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

এর আগে সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠে থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে। 

ভোরের ভূমিকম্পে সমন্বিতভাবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, শুধু তুরস্কে নিহতের সংখ্যা ৯১২। আর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, দেশটিতে নিহতের সংখ্যা ৩২০ জনের বেশি।