ইসরায়েলের কাছে ত্রাণ চেয়েছে সিরিয়া, দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ সহযোগিতার অনুরোধ জানিয়েছে সিরিয়া। এমন অনুরোধে সাড়া দিতে ইসরায়েল বাধ্য। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে সিরিয়ার সরকারের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের দাবি মতো, সিরীয় অনুরোধে সাড়া দিয়ে যদি ত্রাণ সহযোগিতা পাঠানো হয় তাহলে প্রতিবেশী দেশ দুটির মধ্যে হবে এটি বিরল সহযোগিতা। অবশ্য ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেননি সিরিয়ার সরকারের কাছ থেকে নাকি সরকারবিরোধীদের পক্ষ থেকে সহযোগিতা চেয়ে অনুরোধ জানানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভাষণে বলেছেন, তিনি তুরস্কে ইসরায়েলি ত্রাণ পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিরিয়াতেও ভূমিকম্পে অনেক ক্ষতিগ্রস্ত রয়েছেন। অনুরোধ পাওয়ার পর সিরিয়াতেও ত্রাণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নেতানিয়াহুকে সিরিয়াকে সহযোগিতার জন্য কে অনুরোধ করেছেন, জানতে চাইলে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, সিরীয়রা।

সরকারবিরোধী নাকি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সিরিয়া।

অপর এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, একটি কূটনৈতিক সূত্রে নেতানিয়াহুর সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।