‘কৌশলগত’ সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকা সফরে রাইসি

‘কৌশলগত’ সম্পর্কোন্নয়নে লাতিন আমেরিকার ৩টি দেশ সফরের উদ্দেশে সোমবার (১২ জুন) সকালে তেহরান ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ৫ দিনের এই সফরে ভেনিজুয়েলা, কিউবা ও নিকারাগুয়া যাবেন তিনি। পশ্চিমাবিরোধী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এমন সফরে বেরিয়েছেন রাইসি।

তেহরান ছাড়ার আগে রাইসি বলেন, ‘লাতিন আমেরিকার স্বাধীন দেশগুলোর সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক রয়েছে।’

প্রথমে ভেনিজুয়েলা হয়ে তারপর অন্য দুই দেশে যাবেন ইরানি প্রেসিডেন্ট। তিনটি দেশের ওপর দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

দেশ তিনটির মধ্যে ভেনিজুয়েলার সঙ্গে ইরানের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। গত বছর ইরান সফর করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তখনই দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ২০ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি হয়।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সৌদি আরব সফরের এক সপ্তাহের মধ্যে এমন সফরের ঘোষণা দিলেন রাইসি। চলতি বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সম্পর্কের বরফ গলেছে ইরান ও সৌদি আরবের। এছাড়া সম্প্রতি কিউবা ও নিকারাগুয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে তেহরানের।

সূত্র: আল জাজিরা