ইসরায়েলি সেনা ও নাগরিকদের জিম্মি করেছে হামাস, দাবি আইডিএফের

ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে বন্দি করার দাবি করেছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান সালেহ আল-আরোরি সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, তাদের মুক্তিপণ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্ত করা হবে।

আল জাজিরাকে তিনি আরও বলেছেন, ‘দখলদার সেনাবাহিনীর কয়েকজন কর্তাকে আমরা বন্দি করে রেখেছি। এখানে অনেক ফিলিস্তিনি এবং ইসরায়েলি নিহত হয়েছেন। এই যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে।’

হামাসের এই সদস্য হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি স্থল আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত আমরা।

তবে কতজনকে জিম্মি করেছে তা স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

এদিকে হামাসের হাতে সেনা ও বেসামরিকদের জিম্মির সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) একজন মুখপাত্র। তবে সংখ্যা উল্লেখ করেননি তিনি।

হামাসের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ২২টি স্থানে লড়াই করছে বলেও বিবৃতিতে দাবি করেছে আইডিএফ।

ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিন দমন-পীড়ন ও আগ্রাসন চালানোর প্রতিবাদে শনিবার ভোরের দিকে স্থল, আকাশ ও নৌপথে একযুগে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের ভেতরে ঢুকে পড়ে তাদের অনেক সদস্য। হামাসের ছোড়া রকেট হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ১৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে।

সূত্র: বিবিসি, আল জাজিরা