মানবতার সব মূল্যবোধ লঙ্ঘন করছে ইসরায়েল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, অবরুদ্ধ গাজায় মাসব্যাপী অবিরত বোমা হামলা ও স্থল অভিযান চালিয়ে মানবতার সব মূল্যবোধ লঙ্ঘন করছে ইসরায়েল। আবারও তিনি বিশ্বকে ইতিহাসের ন্যায়ের পক্ষে আসার আহ্বান জানিয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বরর) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ১৬তম শীর্ষ সম্মেলনের ভাষণে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের দুর্দিনে বিশ্ব আজ চুপ রয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারাও চুপ রয়েছে। গাজাবাসীর জন্য কেউ কোনও কথা বলছেন না।

এই পরিস্থিতিতে এরদোয়ান প্রশ্ন তোলেন, আজ যদি আমরা মুসলিম হিসেবে কথা না বলি আর কবে বলবো?

এরদোয়ান জোর দিয়ে বলেন, গাজায় এখনও সামরিক অভিযান চালাচ্ছে নেতানিয়াহু সরকার। গাজার স্কুল, মসজিদ, চার্চ, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়গুলোতে অমানবিক হামলা করছে ইসরায়েলি প্রশাসন, যা মানবতার সব মূল্যবোধ লঙ্ঘন করছে। এই পরিস্থিতি বিবেচনা করে দুই পক্ষকে যুদ্ধবিরতিতে একমত হওয়া প্রয়োজন।

এরদোয়ান জানান, গাজার জন্য মিসরের এল আরিশ বিমানবন্দরে ২৩০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে তুরস্ক। এই সহায়তা পাঠানোর জন্য ১০টি উড়োজাহাজ ব্যবহার করা হবে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি বোমা হামলায় গাজায় নারী ও শিশুসহ ১০ হাজার ৫৬৯ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৩ শতাংশ নারী ও শিশু। অপর দিকে ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। ২৪০ জনকে জিম্মি করে রেখেছে হামাস।