মোসাদ ও সিআইএ প্রধানের সঙ্গে কাতারি প্রধানমন্ত্রীর বৈঠক: রয়টার্স

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান। বৈঠকের ফলাফল স্পষ্ট নয়। বৃহস্পতিবার এই বৈঠক হয় বলে সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার রাতে হামাসের রাজনৈতিক কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কাতারের মধ্যস্থতাকারীদের একটি দল সাক্ষাৎ করেন। এ সময় তারা সম্ভাব্য একটি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করেন। এরপর বৃহস্পতিবার বৈঠক করেন মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি।

কাতারে হামাসের একাধিক রাজনৈতিক নেতা অবস্থান করছেন। ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে কাতার। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, হামাসের হামলা ১৪০০ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, হামাস-শাসিত গাজায় ইসরায়েলের আগ্রাসনে দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪০ শতাংশ শিশু।

সূত্রটি জানিয়েছে, ত্রিপক্ষীয় বৈঠকের সুবিধা ছিল প্রক্রিয়াটিকে গতিশীল করতে তিনটি দলকে এক টেবিলে নিয়ে আসা সম্ভব হয়েছে।

আলোচনায় গাজায় মানবিকতা বিবেচনার জ্বালানি আমদানির অনুমতি দেওয়ার বিষয় অন্তর্ভুক্ত ছিল। যা ইসরায়েল প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, হামাসের লড়াইয়ের জন্য জ্বালানি সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গাজায় হামাসকে ধ্বংসের যুদ্ধে এক থেকে দুই দিনের মানবিক বিরতির বিনিময়ে ১০-১৫ জন জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।