গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে ঐক্যের ডাক এরদোয়ানের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, সমৃদ্ধ ভবিষ্যতের জন্য গাজায় অসহায় নারী ও শিশুদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সব দেশ ও সংস্থার ঐক্যবদ্ধ হওয়া উচিত। রবিবার (৩১ ডিসেম্বর) ইংরেজি নতুন বছর উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানিয়েছেন। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এরদোয়ান বলেছেন, সব দেশ ও সংস্থাকে গাজায় নিরপরাধ নারী ও শিশু হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। মানবতার জন্য আমরা একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা করি। এটির জন্য কথিত গণতান্ত্রিক, স্বাধীনতাকামী দেশগুলোকে অবশ্যই সন্ত্রাসীদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কথা তুলে ধরে এরদোয়ান বলেছেন, জনগণের দুর্ভোগ ও জাতীয় সম্পদের অপচয় ঠেকানোর লক্ষ্যে এই  সংঘাতের অবসানে দায়িত্বশীল উদ্যোগ নেওয়া উচিত। 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৮৬তম দিন আজ। এই আগ্রাসনে গাজায় ২১ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ৫৬ হাজারের বেশি। অবরুদ্ধ উপত্যকার শরণার্থী শিবিরসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বোমাবর্ষণ ও স্থল অভিযান অব্যাহত রয়েছে।