গাজায় ইসরায়েলি আগ্রাসন

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ‘গণহত্যা’ মামলার গণশুনানি নিয়ে যা জানা গেলো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা কর্মকাণ্ড চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে) একটি মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। আগামী সপ্তাহে সেই মামলার গণশুনানি করবে আইসিজে। বুধবার (৩ জানুয়ারি) একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেগের পিস প্যালেসে আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার এ গণশুনানি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শুনানিগুলোতে দক্ষিণ আফ্রিকার আবেদনে উল্লেখ করা অস্থায়ী ব্যবস্থার প্রতি ইঙ্গিত করার অনুরোধের ওপর গুরুত্ব দেওয়া হবে।’

আইসিজে প্রেস রিলিজ। ছবি: দ্য গার্ডিয়ান

ওই আবেদনে দক্ষিণ আফ্রিকা আইসিজে-কে ‘গণহত্যা কনভেনশনের অধীনে ফিলিস্তিনিদের অধিকারের আরও গুরুতর এবং অপূরণীয় ক্ষতির হওয়ার বিরুদ্ধে সুরক্ষা’ এবং ‘জেনোসাইড কনভেনশনের অধীনে গণহত্যায় জড়িত না হওয়ার জন্য ইসরায়েলকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করা এবং গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার জন্য’ অনুরোধ করেছে।