লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করার দাবি হিজবুল্লাহর

লেবানিজ ভূখণ্ডে ইসরায়েলিদের লক্ষ্যবস্তু করার দাবি করেছে হিজবুল্লাহ। সোমবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, দেশটির অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে তারা। সোমবার (২২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

একটি বিবৃতির বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের এবং তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের দৃঢ় সমর্থনেগতরাতে আমরা জারিত ব্যারাকের আশেপাশে একটি ইসরায়েলি বাহিনীকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিলাম। তারা লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল।’

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এই হামলার কারণে ‘ইসরায়েলি সেনাদের মধ্যে নিশ্চিত হতাহতের ঘটনা ঘটেছে।’

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলও ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে।

গত সপ্তাহে দক্ষিণ লেবাননের আয়তা আল-শাব এলাকায় বিশেষ বাহিনীর অভিযানের একটি বিরল স্বীকৃতি দিয়েছিল ইসরায়েলি মিডিয়া।