অর্থায়ন স্থগিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার নিন্দা

ইসরায়েল হামলায় হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অর্থায়ন স্থগিত করায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। অর্থায়ন স্থগিতাদেশ করা দেশগুলোর পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সংস্থাটির প্রধান বলেন, হতবাক করার মতো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অর্থায়ন স্থগিতাদেশ করা দেশগুলোর পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ইউএনআরডব্লিউএ-র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, হতবাক করার মতো একটি নেওয়া সিদ্ধান্ত হয়েছে। কারণ অবরুদ্ধ গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষ এই সংস্থাটির ত্রাণের উপর নির্ভর করে বেচে আছেন।

জানা গেছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় হামাসের সঙ্গে ইউএনআরডব্লিউএ-র কিছু কর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছে ইসরায়েল। এই অভিযোগ সংস্থাটিকে জানানোর পর যুক্তরাজ্যসহ আটটি দেশ অর্থায়ন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সাময়িকভাবে অর্থায়ন স্থগিত করেছে।

এদিকে ইসরায়েল হামলায় কর্মীদের জড়িত থাকার অভিযোগ তোলার পর থেকেই ইউএনআরডব্লিউএ বলেছে, যাদের নামে অভিযোগ উঠেছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।