উত্তর ইরাকে তুরস্কের বিমান হামলায় নিহত ২

উত্তর ইরাকে তুরস্কের বিমান হামলায় ২ বেসামরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৮ মার্চ)সকালে দেশটির দুহোক প্রদেশের পাহাড়ী শেলাদিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। এই তথ্য জানিয়েছে দুটি তুর্কি নিরাপত্তা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।

সূত্রগুলো দেওয়া তথ্যমতে, হতাহতের শিকার ওই তিন বেসামরিক হার্বস সংগ্রহ করার উদ্দেশ্যে গ্রাম ছেড়ে পর্বতের দিকে যাচ্ছিলেন। এসময় তাদের ওপর তুর্কি যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।

ইরাক ও সিরিয়ায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে), সিনজার রেজিস্ট্যান্স ইউনিট (ওয়াইবিএস) এবং সিরিয়ান কুর্দিশ পিপলস ডিফেন্স ইউনিট (ওয়াইপিজি) মিলিশিয়াদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে অভিযান চালিয়ে যাচ্ছে তুরস্ক। এরইমধ্যে সর্বশেষ ইরাকে এই হামলা করলো দেশটি।

এই গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তুরস্ক।