গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়ালো

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। রবিবার (১০ মার্চ) এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের আজ ১৫৬তম দিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনিদের হতাহতের চিত্র তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন।

আপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

এদিকে এক প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় যুদ্ধবিরতি না হওয়ায় পবিত্র রমজান মাসে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতির মধ্যে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে লন্ডনে মিছিল করেছে হাজার হাজার মানুষ।