ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ

ইসরায়েলি জিম্মিদের স্বজনদের বিক্ষোভ, কয়েকজন আটক

গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি আত্মীয় স্বজনদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। তেল আবিবে বিক্ষোভ করার সময় তাদেরকে আটক করে ইসরায়েলি পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে সর্বশেষ আলোচনা ভেস্তে যাওয়ার পর, তেল আবিবে বিক্ষোভ করেছেন ইসরায়েলি জিম্মিদের স্বজনরা। মঙ্গলবার রাতে তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর সদর দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নেন অন্তত ৩০০ মানুষ। এসময় রাজধানীর একটি প্রধান সড়ক অবরোধ করে তারা।  এসময় তারা বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করছিলেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জনদুর্ভোগ তৈরির জন্য চার বিক্ষোভকারীকে আটক করেছে তারা।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, বেআইনি হওয়ার পরেও পুলিশ জিম্মি পরিবারের সদস্যদের বিক্ষোভে বাধা দেয়নি। কিন্তু কয়েকজন বিক্ষোভকারী হাইওয়েতে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে যান চলাচলে বাধা তৈরি হয়।

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, জিম্মি পরিবারগুলোর প্রতি সরকারের আরো সহনশীলতা দেখানো উচিত।

ইসরায়েলের সড়কে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছেন জিম্মি পরিবারের সদস্যরা। কিন্তু কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলি কর্মকর্তাদের আলোচনা ভেস্তে যাওয়ায় ইসরায়েলে বিক্ষোভ বাড়ছে।

মধ্যস্থতাকারীরা ১৩০ জনের মধ্যে ৪০ জিম্মির মুক্তির বিনিময়ে ৬ সপ্তাহের জন্য গাজায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য আলোচনা চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে অন্তত ৩০ জন জিম্মি এরই মধ্যে মারা গেছেন। 

ওই ৪০ জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৭০০ থেকে ৮০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজী হয় ইসরায়েল। বাস্তুচ্যুত কিছু ফিলিস্তিনি পরিবারকে ধাপে ধাপে দক্ষিণ গাজায় তাদের ঘরে ফেরার অনুমতি দিতেও রাজী হয়।

কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানায় হামাস।