সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি আকাশ প্রতিরক্ষা ইউনিটকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১৯ এপ্রিল) সিরীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এই দাবি করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ক্ষেপণাস্ত্র হামলাটি সরকারি বাহিনীর একটি সামরিক রাডারে আঘাত হেনেছে। তবে কেউ হতাহত হয়েছেন কি না তা স্পষ্ট নয়।

অবজারভেটরি প্রধান রামি আব্দুররহমান বলেছেন, ছয়টি ইসরায়েলি যুদ্ধবিমান সিরীয় আকাশসীমায় প্রবেশ করেছে। রাডার যখন এগুলোকে শনাক্ত করে তখন পূর্ব দিকে উড়ছিল।

ইসরায়েলি যুদ্ধবিমান সিরীয় আকাশে শুক্রবার ভোরে উড্ডয়নরত অবস্থায় ইরানের একটি বিমানঘাঁটি ও পারমাণবিক স্থাপনার কাছে বড় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সিরিয়ার এই অঞ্চলটি ইরানের ইস্পাহান থেকে ১৫০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইস্পাহানের সবগুলো পারমাণবিক স্থাপনা পুরোপুরি নিরাপদ। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কোনও ক্ষতি হয়নি।