সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া

ইরান সংঘাত বাড়াতে চায় না। ইসরায়েলকে এই বিষয়টি জানিয়েছে রাশিয়া। শুক্রবার (১৯ এপ্রিল) এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সরাসরি প্রকাশিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেছেন, রুশ কর্মকর্তারা ইরান ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ইরানে ইসরায়েলি ড্রোন হামলার পর তিনি বলেছেন, আমরা এসব কথোপকথনে স্পষ্ট করেছি এবং ইসরায়েলিদের বার্তা পৌঁছে দিয়েছি যে ইরান সংঘাত বাড়াতে চায় না।

তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও একটি কূটনৈতিক মিশনে হামলার জবাব না দিয়ে উপায় ছিল না ইরানের। কিন্তু তারা সংঘাতের তীব্রতা বাড়াতে চায় না।

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইসফাহান শহরে শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বিস্ফোরণ ঘটেছে। এটাকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ইরান এটিকে ইসরায়েলি হামলা বলেনি।