আধুনিক দাসপ্রথার শিকার ৪ কোটি মানুষ: গবেষণা প্রতিবেদন

২০১৬ সালে বিশ্বের ৪ কোটি মানুষ আধুনিক দাসত্বের শিকার হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই নারী ও কিশোরী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমএও) সহযোগিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ওয়াক ফ্রি ফাউন্ডেশনের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

19ebb184291041c08fbd59e9b86bf49d_18

প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালে ২ কোটি ৫০ লাখ মানুষকে শ্রম দিতে বাধ্য করা হয়েছে এবং দেড় লাখকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে আধুনিক দাসত্বের শিকার মানুষের মধ্যে ২ কোটি ৯০ লাখ (৭১ শতাংশ) নারী ও কিশোরী।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনকে সামনে রেখে মঙ্গলবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, একই সময়ে ৫ থেকে ১৭ বছরের ১ কোটি ৫২ লাখ শিশুশ্রমে জড়িত। আধুনিক দাসত্বের শিকার প্রতি চার জনের একজন শিশু।

গবেষণার ফলাফল অনুসারে, দাসত্বে শিকার নারীদের মধ্যে ৯৯ শতাংশকে জোর করে যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছে। এছাড়া ৮৪ শতাংশকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা।