টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে প্রাণঘাতী বন্যার সৃষ্টি হয়েছে। রাজ্যটির উত্তরাঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ওই অঞ্চলের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, সেতু সব প্লাবিত হয়ে গেছে। আবহাওয়া বিভাগ বলছে, কুইন্সল্যান্ডের বেশি কিছু এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। তারা বলছেন, রবিবারের পানির স্তরের উচ্চতা ১৯৭০ সালের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে। 

কুইন্সল্যান্ডের রাজ্য প্রধান  স্টিভেন মাইলস বলেছেন,  পরিস্থিতি খুবই গুরুতর এবং এটি আরও খারাপ হতে পারে।  তিনি বলেন, ১০ হাজার ৫শ’ মানুষের কাছে কোনও ক্ষমতা নেই। কুইন্সল্যান্ডের এ বন্যায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

পুলিশ বলছে, নিচু  এলাকায় বসবাসকারীদের নিরাপদস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এর আগে গত সপ্তাহে ঘূর্ণিঝড় আঘাত হানে ওই অঞ্চলে। 

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে সম্প্রতি কয়েকবছর বন্যার সৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে দেশটিতে এল নিনো আবহাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনগণকে।