অস্ট্রেলিয়ায় বজ্রঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ৮

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বজ্রঝড়ে পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। এখন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। নিখোঁজ রয়েছেন আরও একজন। গাছপালা ও বিদ্যুৎ এর লাইন ভেঙে পড়ে কয়েক হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে আট জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে উদ্ধারকারী দল। জিমপিতে, শহর থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তরে বন্যার পানিতে তিন নারীর মৃত্যু হয়েছে।

জিমপির মেয়র গ্লেন হার্টউইগ এবিসি নিউজকে বলেছেন, বড়দিনের সময়ে বন্যা এই অঞ্চলের প্রত্যেকটি পরিবারের জন্য দুঃখ নিয়ে এসেছে।

ব্রিসবেনের কাছে সমুদ্রে নৌকাডুবির ঘটনায় ১১ জন সাগরে তলিয়ে গেছে। পুলিশ বলেছে  তিনজন ডুবে মারা গেছেন, আটজনকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারল সাংবাদিকদের বলেন, আবহাওয়া ২৪ ঘণ্টা খুবই প্রতিকূল ছিল। আবহাওয়া ব্যুরো সতর্ক করে বলছে, কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলগুলো এখনও বিপজ্জনক। ঝড়ের পাশাপাশি বন্যা জীবনের জন্য হুমকিস্বরূপ।

কুইন্সল্যান্ডের পাওয়ার কোম্পানি এনারজেক্স জানিয়েছে  ঝড়ের কারণে ১ হাজারেরও বেশি বিদ্যুৎ লাইন ভেঙে গেছে এবং প্রায় ৮৬ হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছেন। বিদ্যুৎ পুনরুদ্ধার করতে কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে একটি গাছের ডাল পড়ে একজনের ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঝড়ে ভেঙে পড়া একটি গাছে বাড়ি খেয়ে এক নারীর  মৃত্যু হয়েছে।