কিউবা ও ভিয়েতনামে সামরিক ঘাঁটি পুনরায় চালু করবে রাশিয়া

nonameকিউবা ও ভিয়েতনামে রাশিয়ার যেসব সামরিক ঘাঁটি ছিল তা পুনরায় চালু করবে মস্কো। রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই পানকভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা আরআইএ এ খবর জানিয়েছে।

বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানালেও পানকভ বলেন, আমরা এ বিষয়ে কাজ শুরু করেছি।

রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, অতীতে এসব বন্ধ হওয়া ঘাঁটি পুনরায় চালু করার জন্য কাজ শুরু করেছে মন্ত্রণালয়।

এর আগে রাশিয়ার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির উপ-প্রধান  আলেক্সে চেপা জানিয়েছিলেন, বিশ্বের ওই অঞ্চলগুলোতে রাশিয়ার উপস্থিতি বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

২০০২ সাল পর্যন্ত কিউবা ও ভিয়েতনামে রুশ সামরিক ঘাঁটি ছিল। ভিয়েতনামের কাল রান অঞ্চলে রুশ নৌ বাহিনী ও কিউবার লাউরডেস এ রুশ রেডিও-ইলেক্ট্রনিক গোয়েন্দা কেন্দ্র ছিল। সূত্র: আরটি।

/এএ/