সিরিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত’ জবাব দেবে রাশিয়া-ইরান

একটি রুশ রণতরীযুক্তরাষ্ট্র যদি সিরিয়ায় ফের হামলা করে তাহলে রাশিয়া ও ইরান ‘শক্তি’ ব্যবহার করে ‘উপযুক্ত’ জবাব দেবে। দুই দেশের যৌথ কমান্ড সেন্টার থেকে এ হুঁশিয়ারির কথা বলা হয়েছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

রাশিয়া-ইরানের যৌথ কমান্ড সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমেরিকা সিরিয়ায় আগ্রাসন চালিয়ে রেড লাইনস অতিক্রম করেছে। এখন থেকে যে কোনও আক্রমণকারী বা রেড লাইনস অতিক্রমকারীদের জবাব দেব আমরা শক্তি ব্যবহার করে, তা যে কেউ হোক না কেন। আমেরিকা ভালো করেই জানে পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে আমাদের সামর্থ্য সম্পর্কে।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফেলন সিরিয়ায় হত্যাযজ্ঞে রাশিয়াকে দায়ী করার প্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। ফেলন বলেছিলেন, রাশিয়ার উপস্থিতিতেই সিরিয়া রাসায়নিক হামলা চালিয়েছে। তাই এই হতাহতের জন্য দায়ী রাশিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা উচিত রাশিয়ার।

উল্লেখ্য, সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে- এমন অভিযোগে শুক্রবার একটি সিরীয় বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই দিন ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন।

মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এ হামলা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র সিরীয় সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে মস্কো। হামলার পর যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে যুক্তরাজ্য।

এর আগে রাশিয়া যুক্তরাষ্ট্রের হামলাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া সিরিয়ার আকাশসীমায় রুশ-মার্কিন বিমান নিরাপত্তা চুক্তিও স্থগিত করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এ হামলা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসনের শামিল। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটা রুশ-মার্কিন সম্পর্কের ওপর একটা আঘাত; যা এরইমধ্যে বেশ দুর্বল অবস্থানে রয়েছে। এ হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে।

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর জবাবে পাল্টা সামরিক আক্রমণ না করার কথা জানিয়েছেন রাশিয়ার সংসদ ডুমার ডেপুটি স্পিকার পিওতর তলস্তয়। তিনি বলেন, ‘আমরা কিভাবে প্রতি-আক্রমণ করতে পারি? অবশ্যই আমরা সামরিক কর্মকাণ্ড বাড়াতে পারি না।’ তলস্তয় সব পার্লামেন্ট সদস্যকে ‘শান্তি বজায় রেখে আন্তর্জাতিক আইন ও বিচারের ভিত্তিতে যৌক্তিক’ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/