টিলারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন না ‘ক্ষুব্ধ’ পুতিন

রেক্স টিলারসন ও ভ্লাদিমির পুতিন

সিরিয়ার বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ‘ক্ষুব্ধ’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করবেন না। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এ ঘোষনা দেওয়া হয়েছে। বুধবার মস্কো সফরে যাচ্ছেন টিলারসন।  এর ফলে রুশ-মার্কিন উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিনের সঙ্গে টিলারসনের বৈঠকের কোনও পরিকল্পনা করা হয়নি। মুখপাত্র আশা করেন, টিলারসন কূটনৈতিক প্রটোকল অনুসরণ করে শুধু রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।

পেসকভ বলেন, আমরা এ ধরনের কোনও বৈঠকের কথা ঘোষণা করিনি। প্রেসিডেন্টের সূচিতে টিলারসনের সঙ্গে বৈঠকের বিষয় নেই।

টিলারসনকে পুতিন অভ্যর্থনা জানাবেন কিনা তা সম্পর্কে কিছু বলেননি মুখপাত্র।

ইদলিবে বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলার অভিযোগ তুলে শুক্রবার সিরিয়ার একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই রুশ-মার্কিন সম্পর্কে উত্তেজনা শুরু হয়। রাশিয়া এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। সূত্র: রয়টার্স।

/এএ/