জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিলো রাশিয়া

4076f285c8354b319753b6a9d50ecd8eউত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের উত্থাপিত এ নিন্দা প্রস্তাবে চীন সমর্থন জানালেও প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয় রাশিয়া। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন।

বার্তা সংস্থা এএফপি'র বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রস্তাবিত নিন্দা প্রস্তাবে দাবি করা হয়েছিল; উত্তর কোরিয়া যেন আর কোনও পারমাণবিক পরীক্ষা না চালায়। রবিবার ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার দেশটি যেন এ ব্যাপারে সংযত হয়।
জাতিসংঘে নিযুক্ত একজন কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া নিন্দা প্রস্তাবে আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়টি যুক্ত করতে চেয়েছিল। 

এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো উত্তর কোরিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিন্দা প্রস্তাবে সম্মত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনীতিক জানান, উত্তর কোরিয়ার মিত্র চীন নিন্দা প্রস্তাবে সম্মত হওয়ার পরও রাশিয়া তা আটকে দেওয়ার বিষয়টি অবাক হওয়ার মতো। 
উত্তর কোরিয়া ইস্যুতে আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ওই বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের উত্থাপিত নিন্দা প্রস্তাবে ভেটো দিলো রাশিয়া।

উল্লেখ্য, পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালানোর কারণে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় বেশ কয়েকবার নিষেধাজ্ঞা জারি করলেও ওই কার্যক্রম থেকে সরে আসেনি উত্তর কোরিয়া। বরং দেশটি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। গত ৫ এপ্রিল জাপান সাগরে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। এর আগে ৬ মার্চ উত্তর কোরিয়ার চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তখন দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানায়, ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এরপর উত্তর কোরিয়া দেশটির জাতীয় দিবসে ৬ষ্ঠ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বৃদ্ধি পায়।
সর্বশেষ মঙ্গলবার ‘পরমাণু পরীক্ষা প্রতিহত করা’র কথা বলে উ. কোরিয়ার বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র। কোরিয়া সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভাষ্যেও একই ইঙ্গিত মিলেছে। উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা যে কোনও মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: মেইল অনলাইন।

/এএ/এমপি/