‘যুক্তরাষ্ট্র সম্পত্তি ফিরিয়ে না দিলে উচিত জবাব দেবে রাশিয়া’

downloadযুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাধ্যবাধকতা না মানলে রাশিয়া সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন,  যুক্তরাষ্ট্র যদি জব্দকৃত কূটনৈতিক সম্পত্তি ফিরিয়ে না দেয়, তাহলে রাশিয়া উচিত দেবে। মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনির সঙ্গে বৈঠক শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসনের পক্ষে ওকালতি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক বাধ্যবাধকতাকে শ্রদ্ধা করবে বলেই আমরা প্রত্যাশ্যা করি। যদি এটা না করে, আমরা যদি দেখি ওয়াশিংটনের কাছে এটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না, তাহলে আমরা সমুচিত পদক্ষেপ নেব। এটা কূটনৈতিক আইন, আন্তর্জাতিক-বিষয়ক আইন, যা সব সম্পর্কের ভিত্তি।

সমুচিত পদক্ষেপ কী রাশিয়াতে কর্মরত যুক্তরাষ্ট্রের কূটনীতিক বহিষ্কার ও সম্পত্তি বাজেয়াপ্ত করা কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান ল্যাভরভ।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা, বেশ কয়েকজন কূটনীতিক বহিষ্কার ও সম্পত্তি বাজেয়াপ্ত করেন। সূত্র: রয়টার্স।

/এএ/এমএনএইচ/