যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারি রাশিয়ার

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রুশবিরোধী পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র অনিষ্টকর যেসব পদক্ষেপ নিচ্ছে তার কঠোর জবাব দেবে মস্কো।
রাশিয়া-যুক্তরাষ্ট্র 

৩১ আগস্ট বৃহস্পতিবার  যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওয়াশিংটন ও নিউ ইয়র্কের রুশ কনস্যুলেটের আরও দুটি ভবন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। গত মাসে মস্কো যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দেওয়ার পর এই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শনিবারের মধ্যেই ওয়াশিংটন ও নিউ ইয়র্ক কনস্যুলেটের অতিরিক্ত ভবন দুটি বন্ধ করতে হবে। 

রুশ শিক্ষার্থীদের উদ্দেশে এক ভাষণের ল্যাভরভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র কনস্যুলেট এবং অ্যানেক্সভবন গুলো গুটিয়ে নিতে রাশিয়াকে মাত্র ৪৮ ঘন্টা সময় দিয়েছে। এর জবাবে এখন রাশিয়া মস্কোর মার্কিন দূতাবাস থেকে আরও বেশি কূটনীতিক কমানোর নির্দেশ দিতে পারে বলেও আভাস দিয়েছেন ল্যাভরভ। 

ওয়াশিংটন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া থেকে প্রায় সাড়ে ৭০০ মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো। রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রে রাশিয়ার ৪৫৫ জন কূটনীতিক রয়েছেন। কাজেই রাশিয়ায়ও ৪৫৫ জনের বেশি মার্কিন কূটনীতিক থাকতে পারবেন না। এরপর  রুশ নাগরিকদের ভিসা কার্যক্রম স্থগিত করে ওয়াশিংটন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়,  রাশিয়ায় মার্কিন দূতাবাসের কর্মী সংখ্যা কমাতে মস্কোর নির্দেশের পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে । একই সঙ্গে রাশিয়ার সঙ্গে এই বিরোধের অবসান কামনা করা হয়।