রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনছে সৌদি আরব

রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র কেনার চুক্তি করেছে সৌদি আরব। সৌদি আরবের বাদশা সালমানের ‘ঐতিহাসিক’ মস্কো সফরের সময় বেশ কয়েকটি চুক্তির মধ্য দিয়ে এসব সমরাস্ত্র কেনার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

সৌদি বাদশা ও রুশ প্রেসিডেন্ট

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে রাশিয়ান এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি বাদশার বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তি অনুসারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছাড়াও সৌদি আরব রাশিয়ার কাছ থেকে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি রকেট লঞ্চার ক্রয় করা হবে।

সৌদি আরবের সামরিক শিল্প প্রতিষ্ঠান সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজ (এসএএমআই) জানিয়েছে, সৌদি আরবের সেনাবাহিনী ও সামরিক ব্যবস্থার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব চুক্তি।

বৃহস্পতিবার প্রথম সৌদি বাদশা হিসেবে রাশিয়ার মস্কোতে পৌঁছান সালমান। সফরে মস্কো ও রিয়াদের মধ্যে হাজার কোটি ডলারের বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি হয়েছে। এতে উভয় দেশের অর্থনীতি গতি পাবে বলে জানিয়েছেন নেতারা।