রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিমান কিনছে মিয়ানমার

রাশিয়ার কাছ থেকে ছয়টি সুখই এসইউ-৩০ যুদ্ধবিমান কিনছে মিয়ানমার। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ। খবরে বলা হয়েছে, স্থল ও নৌবাহিনীর ব্যবহারের জন্য রাশিয়ার কাছ থেকে আরও সামরিক সরঞ্জাম কেনারও আগ্রহ দেখিয়েছে মিয়ানমার।

রাশিয়ার নির্মিত সুখই এসইউ-৩০ যুদ্ধবিমান

বর্তমানে মিয়ানমার সফরে রয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সোইগু। রবিবার তিনি দেশটির সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। মিয়ানমার টাইমসের খবরে বলা হয়েছে, ওই সাক্ষাতে রাখাইন ইস্যুতে মিয়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ান মন্ত্রী।

গত বছরের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর শুরু হওয়া ওই অভিযানের কারণে এ পর্যন্ত সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে উল্লেখ করেছে। বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে মিয়ানমার। তবে সামরিক বাহিনী প্রভাবিত মিয়ানমার সরকারের ওপর সমর্থন অব্যাহত রাখে রাশিয়া। বিশ্লেষকদের ধারণা রাশিয়ার অস্ত্রের অন্যতম বড় ক্রেতা মিয়ানমার। এছাড়া দুই দেশের বাণিজ্য সম্পর্কও ওই সমর্থনে ভূমিকা রাখে।