১১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করলো রাশিয়া

২০১৮ সালে প্রথমবারের মতো ১১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া। দেশটির নবনির্মিত ভস্তোচনি কসমোড্রোম থেকে বৃহস্পতিবার এসব সাটেলাইট উৎক্ষেপণ করা হয়। দেশটির মহাকাশ সংস্থা জানিয়েছে, কোনও ধরনের ত্রুটি ছাড়াই তা উৎক্ষেপণ করা হয়েছে।

১১টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে রাশিয়া

এর আগে এই মহাকাশ কেন্দ্র থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে রাশিয়া। গত নভেম্বরে উৎক্ষেপণের পরপরই রাশিয়া স্যাটেলাইটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার ভোরে সয়ুজ রকেট দুটি পৃথিবীতে নজরদারীর চালানোর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এসব স্যাটেলাইট যুক্তরাষ্ট্র ও জার্মানির স্যাটেলাইটের মতোই।

এক বিবৃতিতে রাশিয়ার মহাকাশ সংস্থা জানায়, কোনও ধরনের ত্রুটি ছাড়াই এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।

মহাকাশ গবেষণার দায়িত্বে থাকা দেশটির উপ-প্রধানমন্ত্রী দিমিত্র রোগোজিন জানিয়েছেন, স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। সবাইকে ধন্যবাদ। সূত্র: এএফপি।