রাশিয়ার দাগেস্তানে হামলার দায় স্বীকার আইএসের

রাশিয়ার দাগেস্তানে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় পাঁচ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রবিবার হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

টেলিগ্রামে হামলাকারীর ভিডিও প্রকাশ করে আইএস

আইএসের বার্তা সংস্থা আমাক এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে হামলাটির দায় স্বীকার করেছে সংগঠনটি। দাগেস্তানের গির্জায় হামলাকারীকে তারা খিলাফতের সেনা হিসেবে উল্লেখ করেছে।

আমাক এজেন্সিতে বিবৃতি প্রকাশের পরই টেলিগ্রাম অ্যাপে আইএসের চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যায় এক ব্যক্তি আইএসের পতাকা পেছনে নিয়ে বসে আছে। মুখ মুখোশে ঢাকা। আইএস এই ব্যক্তিকে দাগেস্তানে হামলাকারী হিসেবে উল্লেখ করেছে। তার হাতে রয়েছে একটি বন্দুক ও লম্বা ছুরি। ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলোই হামলায় ব্যবহার করা হয়েছে।

ভিডিওটিতে ওই ব্যক্তি আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে এবং তাকে বিশ্বাসীদের আমির বলে উল্লেখ করে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিওটির সঠিকতা তাদের পক্ষে স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী গুলিবর্ষণ করার আগে ‘আল্লাহ আকবার’ বলে চিৎকার করেছিল। পুলিশ হামলাকারীকে স্থানীয় ২২ বছরের যুবক বলে চিহ্নিত করেছে।

চেচনিয়া ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল দাগেস্তান। অঞ্চলটি মুসলিম প্রধান বলে পরিচিত। চেচনিয়ায় দুটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধের পর দাগেস্তানে ইসলামপন্থীদের তৎপরতা বেড়েছে।