ইতালি সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় দেশ ইতালি সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। রুশ প্রেসিডেন্টের এই আমন্ত্রণ গ্রহণ করাকে মস্কোর সঙ্গে ইউরোপীয় দেশের সম্পর্কের উন্নয়ন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইতালির ডানপন্থী প্রধানমন্ত্রী জিউসেপ কন্টে গত মাসে রাশিয়া সফর করেন। তিনি মস্কোর সঙ্গে সম্পর্কের উন্নতি চান। ওই সফরেই তিনি পুতিনকে সুবিধামতো সময়ে রোম সফরের আমন্ত্রণ জানান।

পুতিনের আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়ে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, কূটনীতিকরা এখন সফরের সূচি নির্ধারণের জন্য কাজ করছেন।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার কারণে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা বাতিলে কাজ করছে দেশটি।

মস্কো সফরের সময় পুতিনকে ইতালির প্রধানমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া উচিত এবং রোম চায় আরও ইউরোপীয় দেশ যেনও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

রাশিয়ায় অন্তত ৫০০টি ইতালি কোম্পানি বিনিয়োগ ও বাণিজ্য পরিচালনা করছে। দীর্ঘদিন ধরেই তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তা প্রত্যাহারের জন্য কাজ করে যাচ্ছে।