পারমাণবিক যুদ্ধের হুমকি নিয়ে পুতিনের সতর্কতা

পারমাণবিক যুদ্ধের হুমকির বিষয়ে সতর্কতার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০১৮ সালের শেষ সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ছে। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের আরোপিত সীমা কমিয়ে আনার ফলে তা বিশ্বকে পারমাণবিক দুর্যোগের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে এখবর জানিয়েছে।

3f9fc8c7159abb5827c5b3bdb6fca524

মস্কোতে বার্ষিক প্রশ্নোত্তর পর্বে রুশ প্রেসিডেন্ট জানান, কয়েক দশক ধরেই দ্বিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ছে। একই সময়ে বিশ্বজুড়ে পারমাণবিক হুমকিকে অবজ্ঞা করার প্রবণতা বাড়ছে।

ভ্লাদিমির পুতিন বলেন, এধরনের বিপজ্জনক পরিস্থিতি ধীরে ধীরে বাড়ছে। এটাকে অসম্ভব বা গুরুত্বহীন বলে মনে করা হচ্ছে। ঈশ্বর না করুন, যদি এমন পরিস্থিতি আসে তাহলে পুরো মানবসভ্যতা এমনকি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে।

পারমাণবিক অস্ত্র মোতায়েনের সীমা কমিয়ে আনার কারণে এখন কম ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বোমা নির্মাণ করা হচ্ছে বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। একই সঙ্গে অপারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারও বিপজ্জনক বলে জানান তিনি।  পুতিন বলেন, এটা ভয়ানক। পরিস্থিতি এমনটা হওয়া উচিত না।