কোমা থেকে জাগলেন পুতিনবিরোধী নাভালনি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি কোমা থেকে জেগেছেন এবং সাড়া দিচ্ছেন। সোমবার জার্মানির বার্লিনের চ্যারিতে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

_114221561_tv063059777

বার্লিনের চ্যারিতে হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, নাভালনি সাড়া দিচ্ছেন। তবে শরীরে মারাত্মক বিষক্রিয়ার ফলে দীর্ঘমেয়াদি ক্ষতির প্রভাব সম্পর্কে বলার সময় এখনও আসেনি।

এতে আরও বলা হয়েছে, নাভালনির স্ত্রীর সঙ্গে চিকিৎসকদের সারাক্ষণ যোগাযোগ রয়েছে।

আলেক্সাই নাভালনি গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও জার্মানি বলছে, নাভালনিকে নভিচোক নার্ভ এজেন্ট দ্বারা হামলা চালানো হয়েছে বলে সন্দেহাতীত প্রমাণ রয়েছে। নাভালনির সহযোগীরা বলছেন, রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের নির্দেশে বিষপ্রয়োগ করা হয়েছে। তবে রাশিয়া তা অস্বীকার করেছে।