বিবিসি সাংবাদিককে লন্ডনে ফেরার নির্দেশ রাশিয়ার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির হয়ে মস্কোতে কর্মরত এক সাংবাদিককে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে যুক্তরাজ্যে কর্মরত রুশ সাংবাদিকদের বিরুদ্ধে লন্ডনের বৈষম্যের প্রতিবাদে এই মাসের শেষে বিবিসির ওই সাংবাদিককে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লন্ডন ও মস্কোর মধ্যকার সম্পর্ক ইতোমধ্যেই নড়বড়ে। আর পাল্টাপাল্টি সাংবাদিক বহিষ্কারের ঘটনায় সেই সম্পর্ক আরও নড়বড়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে রুশ চ্যানেল রোসিয়া-২৪ জানিয়েছে মস্কোতে কর্মরত বিবিসির দুই ইংরেজি ভাষার সাংবাদিকের মধ্যে একজন সারাহ রেইনসফোর্ডকে যুক্তরাজ্যে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে মস্কো কর্তৃপক্ষ রেইনসফোর্ডের বিদ্যমান ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডনে রুশ সাংবাদিকদের ভিসা নবায়ন না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাজ্য। ধারণা করা হচ্ছে শুক্রবার এই বিষয়ে বিবৃতি দিতে পারে বিবিসি।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বিবিসির ওই প্রতিবেদক সম্প্রতি মন্ত্রণালয়ে এসেছিলেন আর তাকে সবকিছু ব্যাখ্যা করা হয়েছে।