তালেবানকে প্রভাবিত করা উচিত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ও বেইজিংয়ের নেতৃত্বাধীন জোটের উচিত তালেবানকে প্রভাবিত করা। যাতে করে তারা সন্ত্রাসবাদ ও মাদকপাচার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। শুক্রবার তিনি এই মন্তব্য করেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) উচিত আফগানিস্তানে জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আফগান কর্তৃপক্ষকে প্রভাবিত করার সম্ভাব্যতাকে কাজে লাগানো।

আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানে অনুষ্ঠিত আট সদস্যের এসসিও জোটের এক সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হয়ে পুতিন বক্তব্য দেন। রাশিয়া ও চীন ঘনিষ্ঠ দেশগুলো এই সপ্তাহে মধ্য এশিয়ার দেশটিতে একাধিক বৈঠক করছে।

তালেবান আফগানিস্তান দখলের পর রাশিয়া সতর্ক আশাবাদ ব্যক্ত করে আসছে। ক্রেমলিন জানিয়েছে, আফগানিস্তানের নতুন কর্তৃপক্ষকে স্বীকৃতি দিতে কোনও তাড়াহুড়ো করবে না তারা। তালেবানকে তারা মাদকপাচার থামানো ও চরমপন্থী গোষ্ঠীগুলোকে দমনের আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর রাশিয়া ও চীন অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে হাজির হয়েছে। সূত্র: এনডিটিভি