রাশিয়ার নির্বাচনে এগিয়ে পুতিনের দল

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া। আলেক্সি নাভালনির নেতৃত্বাধীন বিরোধীদের কঠোর হাতে দমনের পর রবিবার তিন দিনব্যাপী নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানিক ফল ঘোষণার বাকি থাকলেও ৬৮ বছরের পুতিনের দলের বিজয় এখন সময়ের অপেক্ষা মাত্র বলে প্রতীয়মান হচ্ছে।

দীর্ঘদিন ধরেই মস্কোর ক্ষমতার মসনদে ইউনাইটেড রাশিয়া। তবে দলটির শাসনামলে রুশ নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তবে পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের সম্ভাব্য জয়কে পুতিনের প্রতি জনসমর্থনের প্রমাণ হিসেবে হাজির করা হতে পারে।

৪৫০ আসনের রুশ পার্লামেন্টের প্রায় তিন চতুর্থাংশই ইউনাইটেড রাশিয়ার নিয়ন্ত্রণে। ২০২০ সালে এই সংখ্যাগরিষ্ঠতার বলেই সংবিধানে একটি নতুন সংস্কার আনা হয়। এতে ভ্লাদিমির পুতিনকে আরও দুই মেয়াদে অর্থাৎ, ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ রাখা হয়। সমালোচকদের মতে, ওই সংস্কার ছিল পুতিনকে আমৃত্যু ক্ষমতায় রাখার একটি অপকৌশল মাত্র।