পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। মঙ্গলবার বেনেতের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

বেনেতের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু কর্মসূচি এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তাজনিত বিষয় নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

পুতিনের আমন্ত্রণে আগামী ২২ অক্টোবর রাশিয়ার সোচিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ অক্টোবর বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তবে ওই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্যের খবর পাওয়া গেছে।

ম্যার্কেল বলেছেন, 'জার্মানি ইরানের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে ফিরতে আগ্রহী।' অন্যদিকে এমন পদক্ষেপের বিরোধিতা করে আসছে ইসরায়েল।