ন্যাটোর মহড়া মস্কোর জন্য গুরুতর চ্যালেঞ্জ: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কৃষ্ণ সাগরে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর অনির্ধারিত মহড়া মস্কোর জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। শনিবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্তব্যে পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেলারুশ সীমান্তে চলমান অভিবাসী সংকটে রাশিয়ার কোনও ভূমিকা নেই।

সীমান্তের সংকট নিয়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল সরাসরি কথা বলবেন বলে আশা প্রকাশ করেছেন পুতিন।

তিনি জানান, সীমান্তে জড়ো হওয়া অভিবাসীরা জার্মানিতে যেতে চায়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শরণার্থীদের ঢল নেমেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের এসব অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে সেনা মোতায়েন করেছে পোল্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর অভিযোগ, ষড়যন্ত্র করে ইউরোপের দিকে এসব শরণার্থীদের ঠেলে দিচ্ছে মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুশ।