দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া

দুই বছর আগে বার্লিনে জর্জিয়ার এক নাগরিককে হত্যায় রাশিয়াকে দায়ী করার ঘটনার পর দুই জার্মান কূটনীতিককে বহিষ্কার করেছে মস্কো। বার্লিন আদালতের রায় ক্ষোভের সঙ্গে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

সেমাবার জার্মান রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় দুই জার্মান কূটনীতিককে বহিষ্কারের কথা জানানো হয়। তাকে বলা হয়েছে, জার্মান সরকারের অবন্ধু সুলভ আচরণের পাল্টা পদক্ষেপ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, বার্লিনের যে কোনও সম্ভাব্য দ্বন্দ্ধমূলক পদক্ষেপের জবাব দেওয়া অব্যাহত রাখবে মস্কো।

বুধবার বার্লিনের একটি আঞ্চলিক আদালত ৪০ বছর জর্জিয়ার নাগরিক জেলিমখান কে হত্যায় ৫৬ বছর বয়সী ভাদিম ক্রাসিকভকে দোষী সাব্যস্ত করে। রায়ে বলা হয়, রাশিয়ার কেন্দ্রীয় সরকারের নির্দেশে ক্রাসিকভ কাজ করেছেন।

রায়ের পর জার্মানি রাশিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছিল।