আমরা ইউক্রেন দখল করবো না: যুক্তরাষ্ট্রকে রাশিয়া

ইউক্রেন দখলের কোনও লক্ষ্য নেই বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে রাশিয়া। দুই দেশের কর্মকর্তারা জেনেভায় বৈঠকের পর মস্কোর পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। সোমবার অনুষ্ঠিত সাত ঘণ্টার দীর্ঘ বৈঠকে উভয় পক্ষ উত্তেজনা নিরসনের উদ্যোগ নিতে সম্মত হয়েছে। কিন্তু আলোচনায় বড় ধরনের কোনও অগ্রগতি অর্জিত হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এর ফলে রাশিয়া ইউক্রেন দখল করতে অভিযান শুরু করতে পারে আশঙ্কা ছড়ায়। এমন কিছুর বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি জানায় পশ্চিমা দেশগুলো।

যুক্তরাষ্ট্র বলেছিল, রাশিয়া যদি ইউক্রেনে অভিযান চালায় তাহলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আর রাশিয়া ওয়াশিংটনকে হুঁশিয়ারি জানিয়ে বলেছিল, মস্কোর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ঝুঁকিকে যুক্তরাষ্ট্রের হালকাভাবে নেওয়া উচিত হবে না।

বৈঠকের পর রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সাংবাদিকদের বলেন, আমরা আমাদের সহকর্মীদের ব্যাখ্যা করে জানিয়েছি যে ইউক্রেনে হামলার কোনও পরিকল্পনা, কোনও লক্ষ্য নেই আমাদের।

তিনি বলেছেন, বৈঠকে মার্কিন কর্মকর্তাদের জানানো হয়েছে, সব সেনা মোতায়েন ও যুদ্ধের মহড়া আমাদের ভূখণ্ডের ভেতরে হয়েছে। তাই এই পরিস্থিতিকে উত্তেজনা বৃদ্ধির কারণ হিসেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।