কিউবা, ভেনেজুয়েলায় সেনা মোতায়েনের হুমকি দিলো রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার নিরসন না হলে কিউবা ও ভেনেজুয়েলাতে সেনা মোতায়েনের হুমকি দিলো রাশিয়া। বৃহস্পতিবার এক সিনিয়র রুশ কূটনীতিক উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ কিউবা ও ভেনেজুয়েলাতে রুশ সামরিক অবকাঠামো স্থাপনের বিষয়টি নিশ্চিত কিংবা সম্ভাবনা বাতিল করছেন না। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

জেনেভায় যুক্তরাষ্ট্রে সঙ্গে আলোচনায় রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সের্গেই রিয়াবকভ। রুশ সম্প্রচারমাধ্যম আরটিভিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ওপর সবকিছু নির্ভর করছে।

তিনি উল্লেখ করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক ও সামরিক চাপ বাড়ায় তাহলে সামরিক-টেকনিক্যাল পদক্ষেপ নেওয়া হবে।

রিয়াবকভ জানান, যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়ার নিরাপত্তা নিশ্চয়তা সংশ্লিষ্ট দাবি প্রত্যাখ্যান করেছে। মনোভাবে দৃঢ় ভিন্নতার কারণে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সংশয় তৈরি হয়েছে।