পুতিনের ওপর মার্কিন নিষেধাজ্ঞার অর্থ ‘সম্পর্ক ছিন্ন করা’: ক্রেমলিন

ইউক্রেন ইস্যুতে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের যেকোনও নিষেধাজ্ঞা আরোপের অর্থ হচ্ছে সীমা অতিক্রম এবং ‘সম্পর্ক ছিন্ন’ করা। বুধবার মার্কিন সিনেটরা পুতিন এবং রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞার হুমকির জবাবে এমন কথা জানালো মস্কো।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অর্থ সীমা অতিক্রম করা। বিষয়টি সম্পর্ক ছিন্ন করার সঙ্গেই তুলনীয়।

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনা নিরসনে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোকে নিয়ে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ধারাবাহিক আলোচনা শুরু করেছে। গত বুধ ও সোমবার শীর্ষ পর্য়ায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। যদিও বৈঠক থেকে এখনও অগ্রগতি আসেনি। তৃতীয় পর্যায়ের বৈঠক আগামী বৃহস্পতিবার ভিয়েনায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার পেসকভ বলেন, ক্রেমলিন মার্কিন নিষেধাজ্ঞার খসড়াকে অত্যন্ত নেতিবাচক দৃষ্টিতে দেখছে। বিশেষ করে অসফল আলোচনা অব্যাহত আছে। 

নিষেধাজ্ঞার আলোচনা গঠনমূলক পরিবেশ তৈরিতে খুব কমই ভূমিকা রেখেছে। কার্যকর সমাধানে পৌঁছাতে আলোচনার জন্য মস্কোর রাজনৈতিক ইচ্ছার ঘাটতি নেই বলেও মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র। সূত্র: এএফপি।