চীনের সঙ্গে সম্পর্ক গভীর করবে রাশিয়া: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক গভীর করায় জোর দেবে তার দেশ। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে পশ্চিমা বিশ্ব ‘রুশোফোবিয়া’ (রুশ ভীতি) চর্চা করছে।

এক প্রশ্নোত্তর অধিবেশনে সের্গেই ল্যাভরভ বলেন, পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করা পণ্যের বিকল্প খুঁজতে চেষ্টা করছে রাশিয়া। তিনি বলেন, এক্ষেত্রে শুধুমাত্র সেই দেশগুলোর উপর নির্ভর করা হবে যারা ‘অন্য কোনও বাদকের বাঁশিতে নাচবে’ না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিলিপি অনুযায়ী ল্যাভরভ বলেন, ‘যদি তারা (পশ্চিম) সম্পর্ক পুনরুদ্ধারের শর্তে কিছু দিতে চায়, তাহলে সেগুলো আমাদের প্রয়োজন আছে কিনা তা০ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবো।’ তিনি বলেন, নিরাপত্তা, অর্থনীতি বা আমাদের মাতৃভূমির সামাজিক ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতগুলির বিকাশ নিশ্চিত করতে আমাদের অবশ্যই পশ্চিম থেকে আসা সবকিছুর সরবরাহের উপর নির্ভরশীল হওয়া বন্ধ করতে হবে।’

ক্রেমলিনের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মস্কোর লক্ষ্য চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করা। ল্যাভরভ বলেন, ‘এখন যেহেতু পশ্চিমারা ‘স্বৈরতান্ত্রিক অবস্থান’নিয়েছে, ফলে চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও দ্রুত বাড়বে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রীয় বাজেটের জন্য সরাসরি রাজস্ব ছাড়াও, এটি (রাশিয়ার) দূর পূর্ব এবং পূর্ব সাইবেরিয়ার বিকাশের জন্য সুযোগ।’

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের কাছে এখন তথ্য ও যোগাযোগের যেসব প্রযুক্তি রয়েছে তা পশ্চিমাদের চেয়ে কোনও অংশে কম নয। এনিয়ে একটি ভালো চুক্তি হলে পারস্পারিক লাভ হবে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ রাশিয়া অনলাইনে ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং এনিয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাজ্যের উপরাষ্ট্রদূত জেমস রোসকয়ে বলেন, রাশিয়া সাইবার হামলা চালিয়েছে এবং ‘বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং তাদের যুদ্ধ সম্পর্কে জনমতকে চালিত করার জন্য একটি অনলাইন ট্রল কারখানা’ ব্যবহার করেছে।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন রুশ সরকার ‘তার আক্রমণ সম্পর্কে সত্য রিপোর্ট করায় সাংবাদিকদের ভয় দেখায় এবং গ্রেফতার করছে’।

তবে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া ‘একটি সাইবার-সর্বগ্রাসীবাদ গড়ে তোলার এবং কিয়েভের কাছে বুচায় বেসামরিকদের বিরুদ্ধে রুশ যুদ্ধাপরাধের গল্প তৈরি করায় পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেন।

সূত্র: সিএনএন