রুশ নৌবাহিনীতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পথে পুতিন

দূরপাল্লার জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শেষ করেছে রাশিয়া। এই বছরের শেষ দিকে রুশ নৌবাহিনীতে জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েনের নির্দেশ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস রুশ সামরিক বিভাগের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে।

সূত্রটি তাসকে জানায়, রাষ্ট্রীয় পরীক্ষা শেষ হয়েছে। আগামী পাঁচ মাসের মধ্যে নৌবাহিনীতে জিরকন অন্তর্ভুক্ত করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে সিনিয়র রুশ সামরিক কর্মকর্তা উত্তরাঞ্চলীয় বহরের কমান্ডার আলেক্সান্ডার মইসেয়েভ বলেছিলেন, জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লার পরীক্ষা চালানো হয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, অ্যাডমিরাল গলোভকোর ফ্রিগেটে প্রথম জিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হতে পারে।

চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিযোগিতায় রয়েছে। একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতি মাক ৫ বা বেশি। যা শব্দের চেয়ে দ্রুত। শব্দের গতি মাক ১ যে পরিস্থিতির মধ্য দিয়ে গমন করে তার ওপর নির্ভর করে। কিন্তু বিজ্ঞানীরা ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের শুষ্ক বাতাসে প্রতি ঘণ্টায় ৬৭৬ মাইল হিসেবে পরিমাপ করেন।

অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জিরকন মাক ৯ গতিতে উড়তে পারে, যা শব্দের ৯ গুণ বেশি এবং ব্যাপ্তি ৬২০ মাইল।

সূত্র: নিউজউইক