যুদ্ধের মধ্যেই মিসরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের মধ্যেই মিসর সফরে গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আফ্রিকার চার দেশে সিরিজ সফরের অংশ হিসেবে শনিবার দেশটিতে গেলেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি রবিবার সকালে ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গীতের সঙ্গেও এদিন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি-র খবরে বলা হয়েছে, আরব লিগের স্থায়ী প্রতিনিধিদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন সের্গেই ল্যাভরভ।

আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ মিসরের সঙ্গে রাশিয়ার উল্লেখযোগ্য কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এ সপ্তাহেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কর্পোরেশন রোসাটম মিসরের প্রথম পারমাণবিক প্ল্যান্টে দীর্ঘ বিলম্বিত নির্মাণ শুরু করে। ১৯৭০ সালে নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণের পর রাশিয়ার ও মিসরের মধ্যেই এটিই সবচেয়ে বড় প্রকল্প।

বিশ্বের সবচেয়ে বেশি গম আমদানিকারক দেশগুলোর মধ্যে একটি রাশিয়া। এর বেশিরভাগই রাশিয়া ও ইউক্রেন থেকে আমদানি করে দেশটি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর কোনও একটি পক্ষ নিতে অস্বীকার করে কায়রো। বরং মস্কো এবং পশ্চিম দুনিয়ার সঙ্গে সমান্তরালে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে তারা।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হয়েছে।