নর্ড স্ট্রিমে নাশকতার নেপথ্যে পশ্চিমারা: রুশ গোয়েন্দা প্রধান

বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে নাশকতার জন্য পশ্চিমাদের দায়ী করেছেন রাশিয়ার গোয়েন্দা প্রধান। শুক্রবার রাশিয়া ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিস (এসভিআর)-এর প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, মস্কোর সংগৃহীত গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে পাইপলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে পশ্চিমারা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। সিসমোলোজিস্টরা বিস্ফোরণ শনাক্ত করেছেন। এরপর রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরে নাশকতার আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে ইউরোপ ও রাশিয়া একে অপরকে দোষারোপ করছে।

পাইপলাইনে লিকে যুক্তরাষ্ট্র জড়িত বলে যে অভিযোগ করেছে রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ।

রুশ গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যা ইঙ্গিত দিচ্ছে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে পশ্চিমা সংগঠন জড়িত।

পাইপলাইনে লিকের জন্য পশ্চিমাদের বিরুদ্ধে এই প্রথম একেবারে সরাসরি অভিযোগ তুললেন কোনও রুশ কর্মকর্তা। তবে তিনি জানাননি রাশিয়ার কাছে এই বিষয়ে কী ধরনের প্রমাণ রয়েছে। তিনি দাবি করেছেন, কারা হামলা চালিয়েছে তা অস্পষ্ট করতে চাইছে পশ্চিমারা।

সের্গেই নারিশকিন বলেন, আন্তর্জাতিক এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংস্থাগুলোকে আড়াল করতে পশ্চিমা সবকিছু করছে।

এর আগে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নর্ড স্ট্রিম পাইপলাইনে নজিরবিহীন নাশকতা একটি আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড।

নারিশকিনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।

চলতি সপ্তাহের শুরুতে ডেনমার্ক ও সুইডেন প্রথমবার নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে তিনটি লিকের কথা জানায়। পরে বৃহস্পতিবার আরেকটি লিকের কথা জানিয়েছে সুইডেন। এর ফলে এক সপ্তাহের মধ্যে নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে চারটি লিকের কথা জানা গেলো।