জুলাইয়ের মধ্যে ক্রিমিয়া সেতু মেরামতের নির্দেশ রাশিয়ার

২০২৩ সালের জুলাই মাসের মধ্যে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার কার্চ সেতু মেরামত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাশিয়া। শুক্রবার মস্কোর পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এটি ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগকারী একমাত্র সেতু। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

রুশ মন্ত্রিসভার জারি করা এক ডিক্রিতে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন নির্দেশ দিয়েছেন আগামী জুলাইয়ের মধ্যে সেতুটির মেরামত সম্পন্ন করার জন্য।

এর আগে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের ঘটনায় আট সন্দেহভাজনকে গ্রেফতার করেছে রুশ নিরাপত্তা বাহিনী। গ্রেফতারকৃত সন্দেহভাজনদের নেপথ্যে থাকা ইউক্রেনের ঊর্ধ্বতন একজন ব্যক্তিকেও শনাক্ত করার কথা জানিয়েছে রাশিয়া।

গ্রেফতারকৃত আট সন্দেহভাজনের মধ্যে পাঁচ জনই রুশ নাগরিক বলে জানা গেছে। বাকি তিন জন ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।

উল্লেখ্য, রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে ক্রিমিয়া দ্বীপের একমাত্র সংযোগ রক্ষাকারী সেতুটিতে গত শনিবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এসময় সেতুর রেলপথ ধরে তেলবাহী ট্যাঙ্কার যাওয়ার সময় আগুন ধরে যায়।